ময়মনসিংহে করোনাকালে কারিতাস বাংলাদেশ ভালবাসায় পথশিশুরা

ময়মনসিংহে করোনাকালে কারিতাস বাংলাদেশ ভালবাসায় পথশিশুরা
MostPlay

দেশে কোভিড ১৯ মহামারী সংক্রমন রোধে চলমান লকডাউন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে পথশিশুরা৷ যাদের সামাজিক দূরত্ব বজায় রাখা বা মাস্ক ব্যবহারের সঙ্গতি নেই , কাজ নেই, উপার্জন নেই, তাই খাবারও নিয়মিত দুবেলা জোটেনা, সেইসাথে করোনাকালীন স্বাস্থ্যঝুকিঁ রোধে নেই চিকিৎসা সেবার কোন উদ্যোগ বা প্রয়োজনীয় ব্যবস্থা।

চলমান লকডাউন পরিস্থিতিতে কারিতাস ময়মনসিংহ অঞ্চল কর্তৃক পরিচালিত আলোকিত শিশু প্রকল্প ময়মনসিংহ শহরে অবস্থানকারী ছিন্নমূল অসহায় এসব পথশিশুদের জন্য কারিতাস জার্মানির আর্থিক সহায়তায় প্রতিদিন একবেলা খাবারের পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও চিকিৎসা সেবাসহ সাধারণ রোগের ঔষুধ সেবা প্রদান করে অাসছে।

প্রতিদিন নতুন নতুন কিছু শিশু যুক্ত হচ্ছে আর বাড়ছে চাহিদা। তাই মহামারীর এই সংকট মোকাবেলায় আলোকিত শিশু প্রকল্পের আহবানে আমাদের বন্ধু, স্বজন, শুভাকাঙ্খী এবং শুভানুধ্যায়ী অনেকেই তাদের ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবে ভালবাসাপূর্ণ উদ্যোগ ও সহায়তা নিয়ে কারিতাস বাংলাদেশ এই শিশুদের পাশে এসে দাঁড়াচ্ছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password