রায়পুরায় গ্রামবাসীর হাতে গাঁজা পাচারকারী আটক

রায়পুরায় গ্রামবাসীর হাতে গাঁজা পাচারকারী আটক

নরসিংদীর রায়পুরায় প্রায় ৪ কেজি গাঁজাসহ মো জাকির হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রায়পুরা আব্দুল্লাহপুর এলাকাবাসী।

আটককৃত জাকির হোসেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের মৃত মদন মিয়ার ছেলে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুরের এলাকার লোকজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ফরহাদ হোসেন স্বপন জানান, সকাল সাড়ে দশটায় আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অটু গাড়ি থেকে নেমে ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে ফোনে কথা বলতে বলতে পূর্বপাড়ার দিখে চলে যাচ্ছিলো। অপরিচিত লোক হিসেবে সন্দেহ হলে তাকে দাড়াঁতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্হানীয় যুবকরা মাদকসহ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে স্হানীয় জালালের বাড়িতে যাওয়ার কথা শিকার করে। খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক আতিক সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ৩ কেজি ৯শ ৬০গ্রাম গাঁজাসহ জাকিরকে থানায় নিয়ে যায় ।

উপ পরিদর্শক আতিক জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্হা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password