টোকিও অলিম্পিকের ফাইনালে ব্রাজিল

টোকিও অলিম্পিকের ফাইনালে ব্রাজিল

অলিম্পিকের স্বর্ন ধরে রাখার মিশনে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে ব্রাজিল৷ সেমিফাইনালে মেক্সিকোকে হারিয়ে টোকিও অলিম্পিকের ফাইনালে উঠে গেছে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে খেলাটা মোটেও সহজ হয়নি ব্রাজিলিয়ানদের জন্য। ১২০ মিনিট খেলার পর ট্রাইবেকারে ৪-১ গোলে ব্যাবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ব্রাজিল।

ফাইনালে ওঠার লড়াইয়ে জাপানের কাসিমা স্টেডিয়ামে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় শক্তিশালী মেক্সিকোর মুখোমুখি হয়েছে ব্রাজিল। দুদলই নিজেদের রক্ষন আগলে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। কিন্ত নির্ধারিত সময় শেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোন দল৷ সবচেয়ে সুবর্ণ সুযোগ ব্রাজিল নষ্ট করে ৮২ মিনিটে। দানি আলভেসের ক্রসে বক্সের সেন্টার থেকে রিচার্লিসনের হেড বাঁ পোস্টে আঘাত করে। ৮৯ মিনিটে আবারও এভারটনের এই ফরোয়ার্ড লক্ষ্যে শট নেন। কিন্তু তার নিচু কোনাকুনি প্রচেষ্টা ঠেকান মেক্সিকো গোলকিপার গুইলেরমো ওচোয়া। এর আগে অ্যান্টনি ও আলভেসকে ঠেকিয়ে দলকে রক্ষা করেন ২০১৪ বিশ্বকাপে নজর কাড়া এই গোলকিপার। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও গোল আদায় করে নিতে পারেনি কোন দল৷ যার ফলে সেমিফাইনালের ভাগ্য গড়ায় ট্রাইবেকারে। ব্রাজলের দানি আলভেস প্রথম কিকে গোল করার পর মেক্সিকোর এদুয়ার্দো আগুইরেকে রুখে দেন ব্রাজিল গোলরক্ষক। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয় শটে। এবারো মেক্সিকো গোল পায়নি, জোহান ভাসকেজের শট বাঁ পোস্টে আঘাত করে। ব্রুনো গুইয়ামারেস ব্রাজিলের তৃতীয় শট থেকে লক্ষ্যভেদ করেন। তৃতীয় শটে মেক্সিকো গোলের দেখা পায় কার্লোস রোদ্রিগেজের ডান পায়ের শটে। রেইনিয়েরের চতুর্থ শট লক্ষ্যভেদ করলে ব্রাজিল নিশ্চিত করে ফাইনাল।

মন্তব্যসমূহ (০)


Lost Password