আদালতের শুনানি শেষ, তাহলে কি কোটা সংস্কার হচ্ছে?

আদালতের শুনানি শেষ, তাহলে কি কোটা সংস্কার হচ্ছে?

সারা দেশে চলছে কোটা বিরোধী আন্দোলন। আন্দোলনে ঝড়েছে অনেক প্রান। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর মধ্যরাত থেকে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করা হয়েছে।

এর মধ্যেও শনিবার ঢাকাসহ কয়েকটি স্থানে সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত চারদিনে মৃত্যু হয়েছে অন্তত জনের। কোটা ইস্যুতে রোববার সকালে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে।

প্রায় তিন ঘণ্টার এই শুনানি শেষে দুপুর সোয়া একটায় রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আপিল বিভাগ। এরআগে, সকাল সোয়া ১০টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে শুনানি শুরু করেছিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

শুনানিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্ববিরোধীতা রয়েছে জানিয়ে রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ এম আমিন উদ্দিন।

কোটার মতো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও শুনানিতে উল্লেখ করেছেন মি. উদ্দিন।

অন্যদিকে, স্বাধীনতার পর সরকার কোটা ব্যবস্থা চালু করলেও মুক্তিযোদ্ধাদের সন্তানরা প্রায় দুই দশক সেটি থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে যৌক্তিকভাবে কোটা সংস্কারের দাবি জানিয়েছেন তাদের আইনজীবী।

মন্তব্যসমূহ (০)


Lost Password