নেইমার জাদুতে ইকুয়েডরকে হারাল ব্রাজিল

নেইমার জাদুতে ইকুয়েডরকে হারাল ব্রাজিল

করোনার কারণে দীর্ঘদিন পর দক্ষিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ শুরু হয়েছে শুক্রবার। প্রথমদিনে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে চিলির বিপক্ষে ড্র করেই সন্তষ্ট থাকতে হয়েছে তাদের। আজ ভোরে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘদিন পর মাঠে নামলেও বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। ইকুয়েডরকে ২-০ গোলের হারিয়ে বাছাই পর্বে পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ দীর্ঘদিন পরে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। জাতীয় দলে ফেরার ম্যাচে উজ্জ্বলতা ছড়ালেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। গোল করলেন ও করালেন আর তাতেই শীর্ষস্থান ধরে রাখলো ব্রাজিল।

ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। ম্যাচের প্রায় ৬৫ ভাগ সময় বল দখল করে রেখেছে তারা। আক্রমনের দিক থেকেও বেশ এগিয়ে ছিল সাম্বার দেশটি। কিন্ত প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি তারা। তবে ম্যাচের প্রথমার্ধের শেষদিকে গিয়ে বল জালে জড়িয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা। কিন্তু তিনি তখন অফসাইডে থাকায় পতাকা উড়িয়ে সেই গোল বাতিল করে দেন লাইনসম্যান। সমতায় থেকেই বিরতিতে যায় দি দল।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য আরও ২০ মিনিট অপেক্ষা করতে হয় সেলেকাওদের। ম্যাচের ৬৫ মিনিটে নেইমারের বাড়ানো পাসে গোল করেন রিচার্লিসন। ৮৯ মিনিটে ডি বক্সে গ্যাব্রিয়েল জেসুসকে ফেলে দেওয়া হলে ভিএআরের মাধ্যমে পেনাল্টি পায় ব্রাজিল। সেই পেনাল্টি নিয়েও হয়ে যায় এক পশলা নাটক। নেইমারের নেয়া প্রথম পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছিলেন ইকুয়েডর গোলরক্ষক অ্যালেক্সান্ডার ডমিঙ্গেজ। কিন্তু সেই শট নেয়ার আগেই তিনি গোল লাইন থেকে বেরিয়ে আসায় পুনরায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সিদ্ধান্ত মানতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়ান ইকুয়েডর গোলরক্ষক এবং দেখেন হলুদ কার্ড। তবে বদলায়নি সিদ্ধান্ত এবং দ্বিতীয়বার সুযোগ পান নেইমার। এবার আর ভুল করেননি নেইমার। গোলরক্ষককে ডানে পাঠিয়ে বাম দিকে আলতো শটে গোল করেন তিনি। ব্রাজিলের জার্সিতে নেইমারের এটি ৬৫তম গোল। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলরক্ষক পেলের (৭৭) চেয়ে আর মাত্র ১২টি গোল দূরে রয়েছেন এ সেনসেশন। পুরো বেশ কিছু পরিষ্কার সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো ব্রাজিল।

বিশ্বকাপ বাছাই পর্বের পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট পাওয়া ইকুয়েডরের অবস্থান তৃতীয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password