৫০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করলেন বাতেন মেম্বার

৫০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করলেন বাতেন মেম্বার
MostPlay

শিল্প নগরী বিসিকের পাশে হওয়ার কারণে নারায়নগঞ্জের এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে বিভিন্ন এলাকার মানুষ বসবাস করে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের বৃহত্তর ঘন বসতি পূর্ন এলাকা। করোনাভাইরাসের কারনে এই এলাকার নিম্ন আয়ের মানুষেরা মানুষ ভীষন বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন। দেশের এই দুঃসময়ে শুরু থেকেই নিজ এলাকার অসহায়দের পাশে থাকার চেষ্টা করছেন এনায়েতনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাতেন তালুকদার। খাদ্য সহায়তার পাশাপাশি তিনি করোনা সম্পর্কে মানুষদের বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করছেন। এবার সবার মাঝে ঈদ উপহার নিয়ে হাজির হয়েছেন তিনি।

এর আগে করোনাকালীন দুঃসময়ে তিনি অনেক পরিবারের মাঝে সরকারি উপহার বিতরন করেন। সরকারি ত্রান ছাড়াও নিজ উদ্যোগেও অনেক পরিবারের ঘরে তিনি উপহার পৌঁছে দেন। গতবার ঈদের সময়ও তিনি ঈদ উপহার নিয়ে হাজির হয়েছিলেন মানুষের মাঝে।

করোনার মাঝে ঈদ উপহার বিতরন  সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন "এলাকাবাসী আমাকে তাদের সেবা করার জন্য নির্বাচিত করেছেন। আমি শুধু তাদের সেবা করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতে সবসময় যাতে পাশে থাকতে পারি সে চেষ্টা করে যাব”। করোনার এই দুঃসময়ে নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াতে এলাকার বিত্তবানদের আহ্বান জানান তিনি।

করোনা পরিস্থিতিতে তার কর্মকান্ডে এলাকাবাসী সন্তষ্ট। এনায়েতনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনগণের তার কাছে একটাই প্রত্যাশা তিনি সবসময় যেভাবে তাদের পাশে ছিলেন সেভাবেই যেন আগামী দিনেও তাদের পাশে থাকেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password