বাংলাদেশী তরুণী মিথিলের বিশ্বরেকর্ড

বাংলাদেশী তরুণী মিথিলের বিশ্বরেকর্ড
MostPlay

ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে নিজের নাম লিপিবদ্ধ করে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশী তরুণী সাজিয়া আফরিন সুলতানা মিথিল। দীর্ঘতম সময়ে টুথপেস্টের একটি পরীক্ষা করার মাধ্যমে তিনি এই রেকর্ডটি গড়েছেন। গত ১৭ মে ‘ইন্ডিভিজুয়াল ও এক্সট্রাঅরডিনারি’ ক্যাটাগরিতে রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে কোহিনূর ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের কর্তৃপক্ষ। ১৬ মিনিট ৪৪ সেকেন্ডের ব্যবধানে মিকাইল নামক এক ব্রিটিশ নাগরিককে টপকে এই রেকর্ডের শীর্ষস্থান দখল করেছেন মিথিল।

তার চ্যালেঞ্জ ছিল টুথপেস্ট, ব্রাশ ও আরো কিছু সামগ্রী দিয়ে বুদবুদ সৃষ্টি করা। কেবল বুদবুদ সৃষ্টি করাই নয়, তা হতে হবে বেশ দীর্ঘ সময় ধরে। তিনি এই পরীক্ষাটি করেছিলেন ৬১ মিনিট ৪৪ সেকেন্ড ধরে। যা ছিল দীর্ঘতম। সেই ব্রিটিশ নাগরিক মিকাইলের সময় ছিল ৪৫ মিনিট। পরীক্ষার এসব ডকুমেন্ট তিনি পাঠান ৫ মে। বাংলাদেশী হিসেবে তিনেই প্রথম নারী যিনি ইনডিভিজুয়ালি কোন বিশ্বরেকর্ড করেছেন।


মিথিলের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনোভেশন এন্ড এন্ট্রপ্রনারশিপ বিভাগে ৬ষ্ঠ সেমিস্টারে পড়ালেখা করছেন। তার ব্যাচে তিনিই একমাত্র মেয়ে। পড়াশোনার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা এবং সমাজকর্মী।

বর্তমানে মিথিলের নিজের দুটো প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু এই সফলতার পথ তার মোটেই সহজ ছিলোনা। আগে থেকেই ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল তার মধ্যে। এরকম কিছু নিয়ে বিশ্বরেকর্ড করার ইচ্ছা ছিল তার। কিন্তু তার কাজগুলো পরিবারের সদস্যরা ও বন্ধুরা ভালো চোখে দেখতোনা। মিথিল বলেন, ‘আমার মাঝে আলাদা কিছু করার আগ্রহ ছিল। সবসময়ই সবার থেকে ভিন্ন কিছু করতে চাইতাম। কখনো পারতাম, কখনো পারতামনা।

কিন্তু এ নিয়ে অনেকে অনেক কথা বলতো। হাসাহাসিও করতো। পরিবার ও বন্ধুরা ভাবতো আমি হয়তো পাগলামি করছি। তবে আমি ব্যাপারগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’ এই সফলতায় অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশকে আমি কিছু দিবো এটা আমি সবসময় চাইতাম।

দেখা যায়, বাইরের দেশে বাংলাদেশের নামটা অনেকে জানেইনা। অনেকেই ভাবে বাংলাদেশ হয়তো ভারতের কোন প্রদেশ। তাই আমি সবসময় চাইতাম যাই করিনা কেন বিশ্বমঞ্চে বাংলাদেশকে যেন উপস্থাপন করতে পারি।’ সমাজের বিভিন্ন বাধা অতিক্রম করে তিনি যে সাফল্য অর্জন করেছেন তা সত্যিই প্রশংসনীয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password