আফগানিস্তান ইস্যুতে তৃতীয় কোন পক্ষের দ্বারা প্রভাবিত হবে না বাংলাদেশ

আফগানিস্তান ইস্যুতে তৃতীয় কোন পক্ষের দ্বারা প্রভাবিত হবে না বাংলাদেশ

আফগানিস্তানে কোনো স্থায়ী সরকার এলে যেই কোনো সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ। তৃতীয় কোনো দেশ দ্বারা প্রভাবিত হয়ে আফগানিস্তানের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় না বাংলাদেশ। এছাড়াও আফগানিস্তান পরিস্হিতি অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। 

এরকমতাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। তিনি আরও বলেন, আঞ্চলিক সমৃদ্ধির জন্য আমরা চাই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হোক। আফগানিস্তানের মানুষের অনেক সক্ষমতা আছে। তারা সেটি ব্যবহার করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক। সেদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেও বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত তবে এর পূর্বশর্ত হল সেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায় এমন একটি সরকার ব্যবস্থা আগে থাকতে হবে।

এই ইস্যুতে একই অভিব্যাক্তি প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেনঃ বাংলাদেশ সবসময়ই জনতার পক্ষে। সেদেশের (আফগানিস্তানের) ভবিষ্যৎ নির্ধারণ করবে সেই দেশের জনতা। ওই দেশের জনতা ওটা নির্ধারণ করলে এবং তারা যদি আমাদের থেকে সাহায্য সহযোগিতা চায়, নিশ্চয়ই আমরা সহায়তা করবো।

মন্তব্যসমূহ (০)


Lost Password