ঋনের বিনিময়ে রোহিঙ্গাদের সকল সুযোগ সুবিধার প্রস্তাব বিশ্বব্যাংকের, নাকচ করেছে বাংলাদেশ

ঋনের বিনিময়ে রোহিঙ্গাদের সকল সুযোগ সুবিধার প্রস্তাব বিশ্বব্যাংকের, নাকচ করেছে বাংলাদেশ

জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও পশ্চিমা বিশ্বের কিছু দেশ আকারে-ইঙ্গিতে বা মুখে রোহিঙ্গাদের নাগরিক সুবিধা দিতে বলতো কিন্তু এই প্রথমবারের মতো তারা গত মাসে বিষয়টি লিখিত আকারে উপস্থাপন করেছে বাংলাদেশ সরকারের কাছে। গত মাসে ঋণের বিনিময়ে রোহিঙ্গাদের সবধরণের নাগরিক সুবিধার প্রস্তাব দিয়েছিল বিশ্বব্যাংক। এজন্য রোহিঙ্গাদের সিভিল নিবন্ধন অর্থাৎ পরিচয়পত্র, জন্ম নিবন্ধনসহ অন্যান্য বিষয়গুলো চালু করার প্রস্তাব করছিলো তারা।

আজ সকালে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, "রোহিঙ্গাদের নাগরিক সুবিধা দিতে বিশ্ব ব্যাংকের প্রস্তাব নাকচ করেছে বাংলাদেশ" বিশ্বব্যাংকের এ ধরনের ইঙ্গিতপূর্ণ প্রস্তাবের বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে সতর্ক করে চিঠিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়। রোহিঙ্গা উদ্বাস্তুদের দেশের সমাজে অন্তর্ভুক্ত বা রেখে দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের প্রস্তাব মেনে না নিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে চিঠিও দিয়েছিলো পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password