দেশের মানুষের গড় আয়ু কমেছে

দেশের মানুষের গড় আয়ু কমেছে

দেশের মানুষের গড় আয়ু কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বর্তমানে মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর, যা আগে ছিল ৭২ দশমিক ৮ বছর। এর মধ্য দিয়ে বাংলাদেশে এই প্রথমবারের মতো মানুষের গড় আয়ু কমলো।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সর্বশেষ বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস এর ফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিবিএসের প্রতিবেদন বলছে, পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি।

বর্তমানে দেশে পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস প্রকল্পের পরিচালক আলমগীর হোসেন বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্র অত্যন্ত নগণ্য। কোভিডের কারণে এটা হতে পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password