পত্নীতলায় অভিনব কায়দায় দিন দুপুরে অটো চার্জার ছিনতাই

পত্নীতলায় অভিনব কায়দায় দিন দুপুরে অটো চার্জার ছিনতাই

নওগাঁর পত্নীতলায় অটো চালক কে অচেতন করে অভিনব কৌশলে দিনদুপুরে অটোচার্জার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে চালকের ভাই সাগর। অটো চালক নিতাই চন্দ্র মহন্ত (৩৫) জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের বিরেন চন্দ্র মহন্তের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায় নিতাই চন্দ্র প্রতি দিনের মতোই শনিবার( ২২ জুলাই) সকালে আটো নিয়ে বাড়ী থেকে বের হয়ে মহাদেবপুরে আসলে আনুমানিক ১০ টার দিকে অজ্ঞাত দুজন যাত্রী তার অটো গাড়ীটি রিজার্ভ করে নজিপুর নিয়ে আসে। নজিপুরে এসে ব্রীজ মোড়ে একটি হোটেলে তাকে নিয়ে খাওয়া দাওয়া করাইয়া নজিপুর বাসস্ট্যান্ডে নিয়ে এসে রাস্তার পাশে দাড় করিয়ে একজন যাত্রী অটোতে বসে থাকে অন্যজন নিতাইকে সাথে নিয়ে কসমেটিকস এর দোকানে যায় কিছুক্ষণ পর অনুমান দুপুর ১২ টার সময় এসে দেখে অটোও নেই সেই যাত্রীও নেই এমতাবস্থায় নিতাই অচেতন হয়ে নিস্তেজ হয়ে পরলে সাথে থাকা অন্য যাত্রীও তাকে ফেলে পালিয়ে যায়।

স্থানীয়দের ধারনা যে পূর্ব পরিকল্পিত ভাবে অচেতন করার কিছু সেব্ন করাইয়া তার নিকট থাকা মোবাইল ফোন সহ নগদ টাকা ও অটো চার্জার গাড়ীটি নিয়ে অসৎ উদ্দেশ্যে চলিয়া গিয়াছে। উক্ত অটো চার্জার গাড়ীর নাম- ষ্টার ডয়েডু, চেসিস নং- YDDWD, 22111350, ব্যাটারী- কিং পাওয়ার, মূল্য- ২,৬৩,০০০/-(দুই লক্ষ টেষষ্টি হাজার) টাকা। অভিযোগকারী নিতাইয়ের ভাই সাগর কুমার বলেন সে অনেক কষ্ট করে লোন করে গাড়িটা কিনেছিলো। ছিনতাইকারীরা তাকে কি যে মেডিসিন খাওয়াইছে সে কাউকে চিনতে পারছে না। তার অবস্থা শঙ্কাজনক । আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে ছিনতাইকারীদের আটক করে অটো উদ্ধারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব বলেন অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password