শেষ ম্যাচে ক্যারবীয়দের উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

শেষ ম্যাচে ক্যারবীয়দের উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করে ওয়ানদে সিরিজ নিজেদের করে নিল সফরকারি অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ৪-১ ব্যাবধানে হেরে বেশ চাপে ছিল অজিরা। এর মধ্যে ওয়ানডে সিরিজে মাঠে নামতে পারেননি তাদের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাই অনেকটা পিছিয়ে থেকেই ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। সব চাপ জয় করে শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ জয় করেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

তিন ম্যাচের সিরিজি প্রথম দুই ম্যাচ শেষে ১-১ ব্যাবধানে সমতা থাকার ফলে শেষ ম্যাচটি হয়ে গিয়েছিল অঘোষিত ফাইনালে। যারা শেষ ম্যাচ জিতবে তারাই সিরিজ নিজদের করে নিবে। তাই শেষ ম্যাচের চাপটাও ছিল বেশি। অঘোষিত ফাইনালে ব্রিজটাউনে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে অজি পেস তোপের সঙ্গে মায়াবী ঘূর্ণির জাদুতে ১৫২ রানের বেশি করতে পারেনি স্বাগতিক শিবির। ওপেনিংয়ে নামা এভিন লুইস ৫৫ রান করে অপরাজিত থাকা সত্তেও দলের রান বাড়েনি। অপরপ্রান্তে সতীর্থরা ব্যস্ত ছিলেন আসা যাওয়ার মিছিলে। কোনো ব্যাটসম্যানই ২০ রানের ঘর পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ড্যারেন ব্র্যাভোর ১৮। অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট নেন জস হ্যাজলউড, অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জাম্পা। দুই ও তিন স্পিনার নেন ৫টি করে উইকেট ভাগাভাগি করেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থতার পরিচয় দেন দুই অসি ওপেনার ময়সেস হেনরিকস (১) ও জশ ফিলিপ (১০)। অধিনায়ক অ্যালেক্স ক্যারে ৩৫ ও মিচেল মার্শ আউট হন ২৯ রান করে। তবে অপরাজিত ফিফটিতে ৫১ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাথু ওয়েড। ১১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে অপরাজিত ১৯ রানের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অ্যাশটন অ্যাগার। সিরিজসেরা নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক।

মন্তব্যসমূহ (০)


Lost Password