সাভারে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা বাজি। আটক ১

সাভারে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা বাজি। আটক ১

ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরিগেট এলাকায় হাইওয়ে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা বাজির অভিযোগে ইলিয়াস শেখ নামের (৩০) এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক ফরিদপুর জেলার সদরপুর থানার চরবিষপুর গ্রামের শেখ বেল্লাল হোসেনের ছেলে।

বুধবার (২৬ মে) সকালে চাঁদা বাজির সময় হাতে নাতে তাকে আটক করা হয়। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম বলেন, ইলিয়াস শেখ নামের ওই যুবক হাইওয়ে থানার এক হাজার গজ সামনে বিশ^বিদ্যালয়ের ডেইরিগেট এলাকায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন থামিয়ে হাইওয়ে পুলিশ পরিচয় দিয়ে হতদরিদ্র মানুষকে করোনা ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সাহায্য করা হবে এই বলে চাঁদা নিচ্ছিলো। পরে বিষয়টি গাড়ি চালকদের সন্দেহ হলে তারা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে চাঁদাবাজি করে তোলা নগদ দুই হাজার দুই’শ ২০ টাকা উদ্ধার করা হয়। আটক যুবকের বিরুদ্ধে আশুলিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওহিদুল ইসলাম ও এস এম শাহীনকে আটক করেছে পুলিশ

মন্তব্যসমূহ (০)


Lost Password