যেসব এলাকায় আজও গ্যাসের চাপ কম থাকবে

যেসব এলাকায় আজও গ্যাসের চাপ কম থাকবে

রাজধানীসহ সব এলাকায় আজও গ্যাসের চাপ কম থাকবে। তিতাস গ্যাস কোম্পানি এ তথ্য জানিয়ে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।  এলএনজির কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এমনটি হবে বলে জানা গেছে। গত দুদিন ধরে ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কম ছিল।

বৃহস্পতিবার রাতে তিতাস জানায়, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম। এ জন্য ঢাকা শহরসহ সব এলাকায় প্রয়োজনীয় পরিমাণে ও চাপে গ্যাস সরবরাহ করতে পারছে না তারা। এ অবস্থায় ২৫ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরসহ সব এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
গত সোমবার রাতে আমিনবাজারে রাস্তা মেরামত করতে গিয়ে তিতাসের সিটি গেটে গ্যাসের পাইপলাইন ফুটো করে ফেলে সড়ক ও জনপথ বিভাগ। এতে ধানমণ্ডি, মোহাম্মদপুর এবং মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে মেরামতের কাজ শুরু করলে মঙ্গলবার দিবাগত রাত থেকে অল্প অল্প করে গ্যাস আসতে শুরু করে। কিন্তু মেরামতের কাজ শেষ না করা এবং একই সঙ্গে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে বুধবার সকাল থেকে আবারও ঢাকা মহানগরীরর প্রায় সব এলাকায় আবারও গ্যাস সংকট দেখা দেয়।

বুধবার দিনভর রাজধানীর কোথাও কোথাও চাপ একেবারেই কম ছিল। আবার কোথাও কোথাও গ্যাস একেবারেই ছিল না।

মন্তব্যসমূহ (০)


Lost Password