আজও সারা দেশে কোটাবিরোধীদের ‘বাংলা ব্লকেড ডাক

আজও সারা দেশে কোটাবিরোধীদের ‘বাংলা ব্লকেড ডাক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবারও (১১ জুলাই) সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানানে কোটা সংস্কারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ ঘোষণার কথা আন্দোলনরত শিক্ষার্থীদের। তবে তাদের এই কর্মসূচি ঠেকাতে রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের অবস্থা দেখা গেছে।

আজ  বিকাল সাড়ে ৩টা থেকে সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ পালনের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীবাসীকে চরম দুর্ভোগে ফেলে দেওয়া হচ্ছে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, বুধবার (১০ জুলাই) উচ্চ আদালতের রায়ে কোটার বিষয়ে ৪ সপ্তাহের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে আমরা মনে করি এখন কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই।

তারপরও পুলিশ পেশাদারিত্বের স্থান থেকে আন্দোলনের সুযোগ দিয়েছে। তবে নতুন করে আন্দোলনের নামে সড়ক অবরোধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজপথে দেখা যায়, ‘ব্লকেডের’ পূর্ব নির্ধারিত স্থানগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাজধানীর বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, গুলিস্তান, সায়েন্সল্যাব, নীলক্ষেত ও আগারগাঁও সড়কে ব্যারিকেড প্রস্তুত রেখেছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে আছে। বেশিরভাগ সড়কে বাসসহ অন্যান্য যানবাহনের সংখ্যাও কম।

এর আগে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে রাজধানীসহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে।

পাশাপাশি হাইওয়ে ও রেলপথও এ ব্লকেডের আওতায় থাকবে। তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি পালন করছি। এ আন্দোলনের ফলে জনসাধারণের ভোগান্তি হচ্ছে, তার প্রতি আমরা সংবেদনশীল। কিন্তু এর দায়ভার সরকারকে বহন করতে হবে। কারণ, এতদিন আন্দোলনের পরও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এবং বিষয়টি সমাধানের চেষ্টা করেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password