রামে'ক হাসপাতালে করোনায় ফের ২২ জনের মৃত্যু

রামে'ক হাসপাতালে করোনায় ফের ২২ জনের মৃত্যু

মৃত্যুপুরী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ২২ জন মারা গেছেন। বোধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ জুন) সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘন্টায় যে ২২ জন মারা গেছেন তাদের মধ্যে ৫ জন করোনায় এবং ১৭ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১, নওগাঁর ৫ ও নাটোরের ১ এবং ঝিনাদহ এর জন বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) এ ৩১ দিনে মোট ৩৭৯ জনের মৃত্যু হলো।

এছাড়াও হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪০৬ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৬২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯.৯০ শতাংশ। হাসপাতাল সূত্রে আরও জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় বাড়ানো হয়েছে ওয়ার্ড ও শয্যা সংখ্যা। ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর সাথে সাথে রোগীও বাড়ছে তার দ্বিগুন হাড়ে। আইসিইউসহ শয্যা সংখ্যা ৪০৫ টির মধ্যে রোগী শনিবার সকাল ১০ টা পর্যন্ত নতুন ৬৬ জন মোট ৪৬২ জন রোগী করোনা আক্রান্ত হয়ে ভর্তী আছেন। এদের মধ্যে আইসিউতে ভর্তী রয়েছেন ২০ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password