বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে ফেরি বন্ধ ঘোষনার পরও যাত্রী ও যানবাহনে শয়লাব

বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে ফেরি বন্ধ ঘোষনার পরও যাত্রী ও যানবাহনে শয়লাব
MostPlay

বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে ফেরি বন্ধ ঘোষনার পরও যাত্রী ও যানবাহনে শয়লাব হয়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে এ ভীড় আরো বাড়ছে। এদিকে সকল যানবাহনের সাথে সাথে এ্যাম্বুলেন্স জরুরী সার্ভিস পারাপারেও বিলম্ব করছে বিআইডব্লিউটিসি। এতে করে জরুরী রুগীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। 

বিআইডব্লিউটিসি সহ  ঘাট সুত্রে জানা যায়, শুক্রবার রাতে বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে ফেরি বন্ধ ঘোষনা করেছে বিআইডব্লিউটিসি। তবুও শনিবার সকাল থেকেই উভয় পাড়ে যাত্রী ও যানবাহনের প্রচন্ড ভীড় শুরু হয়। বেলা বাড়ার সাথে যাত্রী ও যানবাহনে শয়লাব হয়ে যায় ঘাট এলাকা। ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করছেন যাত্রী ও যানবাহনগলো। দক্ষিনাঞ্চলের জেলাগুলো থেকে রোগী নিয়ে বাংলাবাজার  ঘাটে এসে এ্যাম্বুলেন্সগুলোকেও দেখা গেছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে। জরুরী সার্ভিস পারাপারে বিলম্ব হওয়ায় সাধারন যাত্রীদের পাশাপাশি রোগীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এর আগে শুক্রবার সারাদিন ঈদে ঘরে ফেরা দক্ষিনাঞ্চলের যাত্রীদের প্রচন্ড ভীড় ছিল এ নৌরুটে।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজুল ইসলাম বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী এ নৌরুটের সকল ফেরি ও আন্ত:জেলা পরিবহন সার্ভিস বন্ধ রয়েছে। আমরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে ঘাট এলাকায় কঠোর অবস্থানে রয়েছি।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার মো: সালাউদ্দিন বলেন, এ্যাম্বুলেন্সসহ জরুরী সার্ভিসে সকালে আমরা একটি ফেরি বাংলাবাজার ঘাট থেকে শিমুলীয়ার উদ্দেশ্যে ছেড়েছি। সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের জরুরী সার্ভিস চালু আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password