মাথায় ‘কাফনের কাপড়’ বেঁধে ৫ মেয়েকে নিয়ে বৃদ্ধার মানববন্ধন

মাথায় ‘কাফনের কাপড়’ বেঁধে ৫ মেয়েকে নিয়ে বৃদ্ধার মানববন্ধন

মাথায় ‘কাফনের কাপড়’ ও হাতে কেরোসিন নিয়ে পাঁচ মেয়েসহ মানববন্ধন করেন বৃদ্ধা- সমকাল

মাথায় ‘কাফনের কাপড়’ বেঁধে, হাতে কেরোসিন তেল নিয়ে পাঁচ মেয়েসহ কুমিল্লায় মানববন্ধন করেছেন ৮০ বছর বয়সী এক নারী। মৃত স্বামীর রেখে যাওয়া জমি উদ্ধার, তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের বিচার দাবি করে সোমবার কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তিনি। এতে তার পাঁচ মেয়ের ছেলে-মেয়েরাও উপস্থিত ছিলেন।

এ সময় তারা ন্যায়বিচার না পেলে নিজেদেরকে পুড়িয়ে মারার হুমকি দেন। বৃদ্ধার নাম আমিরুন নেছা। তিনি সদর দক্ষিণ উপজেলার মুরাদ কালিকাপুর গ্রামের মৃত আবদুল জলিলের স্ত্রী।

আমিরুন নেছা জানান, মুরাদ কালিকাপুর গ্রামে তার স্বামীর পূর্বপুরুষের কেনা ২ একর ৭৯ শতক জমিতে দীর্ঘ দিন বসবাস করছেন তারা। বেশ কয়েক বছর আগে তার স্বামী মারা যান। তাদের কোনো ছেলে নেই। স্বামীর ওই জমিতে দু’টি বাড়ি করে তিনি ও তার মেয়েরা বসবাস করতেন। তবে কয়েক বছর ধরে ওই জমি নিজের দাবি করে দখল করতে চাইছে একই গ্রামের খোরশেদ আলম ওরফে খোরশেদ সর্দার।

বৃদ্ধার মেয়ে রেহেনা আক্তার জানান, ৩ ফেব্রুয়ারি খোরশেদের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। তাদেরকে নির্যাতন করে খোরশেদের বাহিনী। তাদের দুই বাড়িতেই ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় তারা। পরে ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে তাদের হত্যার চেষ্টা করে। সেদিন কোনো রকমে প্রাণে বাঁচলেও সবকিছু পুড়ে গেছে। এতে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

বৃদ্ধার আরেক মেয়ে খোদেজা জানান, ওই হামলার পর থেকে তারা পালিয়ে বেড়াচ্ছেন। এখন তাদের হত্যার হুমকি দিচ্ছে খোরশেদ।

এসব অভিযোগ বিষয়ে জানতে সোমবার বিকেলে খোরশেদ আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, তাদের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। তারা বলেছে, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করবে। পরে একই ঘটনায় তিন-চারটি মামলা করতে চাইলে তাদের বলা হয়েছে ওই ঘটনার বিস্তারিত উল্লেখ করে একজন বাদী হয়ে লিখিত দিতে। আমরা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মন্তব্যসমূহ (০)


Lost Password