নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁ সদর উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ১৯ এপ্রিল সোমবার সভায় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক  সবিন চন্দ্র মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ সদর উপজেলা সভাপতি অনিতা তির্কী, জাতীয় আদিবাসী পরিষদ সাধারণ সম্পাদক নিতাই পাহান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি  দপ্তর সম্পাদক পলাশ পাহান, আদিবাসী ছাত্র পরিষদ পত্নীতলা সভাপতি সুজিত পাহান, আদিবাসী ছাত্র পরিষদ মহাদেবপুর সভাপতি, চঞ্চল  পাহান, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ সদর উপজেলার সভাপতি রুমন পাহান, আদিবাসী ছাত্র পরিষদ পত্নীতলা  উপজেলার সদস্য  মিঠুন পাহান ও শাকিল পাহান 

উক্ত সভায় বক্তাগণ আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রনালয় গঠন, সারাদেশে প্রতিনিয়ত আদিবাসীদের উপর যে সকল হত্যা, ভূমি দখল– উচ্ছেদের বিচার দাবি জানান। সভায় বক্তাগণ আরো বলেন, করোনা কালে দরিদ্র আদিবাসীদের নারী-পুরুষ মাঝে সরকারী প্রনদনা ও ত্রান প্রদানের দাবী জানানো হয়।

 

 

মন্তব্যসমূহ (০)


Lost Password