সৌন্দর্য জগতে ঘৃতকুমারী বা অ্যালোভেরার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। প্রাকৃতিকভাবে চুল ও ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে পারে এটি। এছাড়াও ঘৃতকুমারী প্রাচীনকাল থেকেই পৃথিবী জুড়ে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা ব্রণের দাগ দূর করে,ত্বকে বয়সের ছাপ, ট্যান ইত্যাদি দূরীকরণে সহায়তা করে।
তবে এটির মুখ্য ভূমিকা হলো, নিয়মিত ব্যবহারের ফলে এটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে। চুলের যত্নেও অ্যালোভেরা বেশ কার্যকরী ভূমিকা রাখে। এটি চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও মাথার ত্বকে অ্যালার্জির সমস্যা সমাধানে বেশ কার্যকর। কারণ এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন