নওগাঁর মান্দায় মাইক্রো ভাংচুর ও ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর মান্দায় মাইক্রো ভাংচুর ও ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁ জেলার মান্দা উপজেলায় হর্ণ বাজানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে মাইক্রো ভাংচু ও চালককে মারপিট করে টাকাসহ মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর কলেজ মোড় এলাকায়। ঘটনায় মান্দা থানায় সাতজনকে আসামী করে একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

অভিযোগে জানা যায়, ঘটনার দিন রোববার সন্ধ্যার দিকে উপজেলার দেলুয়াবাড়ি থেকে শংকর চন্দ্র চৌধুরীর একটি মাইক্রো( হাইস) যার নম্বর ঢাকা মেট্রো- চ ১৯-০২৩৮ চালক প্রসাদপুর পারঘাটি সংলগ্ন বিশ্ববাঁধের দরগা তলা মোড়ে এসে হাইড্রোলিক হর্ণ বাজালে মোড়ে অবস্থানরত কিছু দোকানদার ও লোকজন ভয়ে পুলিশ মনে করে পালিয়ে যায়।

পরে মোড়ে এসে প্রসাদপুর গ্রামের কতিপয় উঠতি বয়সি এক সংঘবদ্ধ কিশোর দল মোটরসাইকেল যোগে হর্ণ বাজানো ও-ই মাইক্রোকে ধাওয়া করে প্রায় ৬ কিলোমিটার দুরত্বে কলেজমোড় এলাকায় গিয়ে হামলা করে। তারা মাইক্রোর পেছনের গ্লাস ভেঙে ফেলে চালককে বেদম মারপিট করে।

এসময় চালকের ব্যবহৃত একটি মুঠোফোন ও নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে চালক ও গাড়ির মালিক ভাংচুর কৃত মাইক্রো নিয়ে দরগা তলা মোড়ে এসে এ-র বিচারসহ ক্ষতিপূরণ দাবি করেন।

তবে ঘটনার সাথে জড়িতরা ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে মাইক্রো চালক সন্ত্রাসী কায়দায় হামলা করে মাইক্রো ভা্যচুর, চালকে পিটিয়ে জখম করে মুঠোফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি এজাহার দাখিল করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাইক্রো উদ্ধার করা হয়েছে।

ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password