শিক্ষকের ওপর হামলার অভিযোগ

শিক্ষকের ওপর হামলার অভিযোগ

অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নেয়ায় বরিশালের মুলাদী উপজেলার মৃধারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনায় আহত শিক্ষক দেলোয়ার হোসেন আটজনের নাম উল্লেখ করে আরও ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত দেলোয়ার হোসেন অভিযোগ করেন, চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নম্বর ওয়ার্ড সাধারণ সদস্য (মেম্বার) পদে সাইফুল ইসলাম রুস্তম প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই ওয়ার্ডে শিক্ষক দেলোয়ার হোসেনের দূর সম্পর্কের ভাগনে বিল্লাল সরদারও প্রার্থী হয়েছেন। কয়েকদিন আগে সাইফুল ইসলাম রুস্তম ওই শিক্ষককে তার পক্ষে প্রচারণায় ও গণসংযোগে অংশ নিতে বলেন। তবে কারো পক্ষেই প্রচরণা বা গণসংযোগে অংশ নেন নি ওই শিক্ষক। এতে ক্ষিপ্ত হন সাইফুল ইসলাম রুস্তম। তাকে হুমকি ও নানাভাবে হয়রানি শুরু করেন সাইফুল ইসলাম রুস্তম।

বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে আরও ক্ষিপ্ত হয়ে শনিবার (২৭ মার্চ) রাতে চরকালেখান মাদরাসা বাজারে এলাকায় সাইফুল ইসলাম রুস্তমের ভাই আক্তার হাওলাদার, মাহবুব, মোস্তফা হাওলাদার, মোক্তার হাওলাদার, সমর্থক জসিম ভূঁইয়াসহ ১৪/১৫ জন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে তার চিৎকার শুনে বাজারের লোকজন এসে তাকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করেন।

এ প্রসঙ্গে সাইফুল ইসলাম রুস্তম বলেন, ‘চরকালেখান মাদরাসা বাজারে কি হয়েছে, তার কিছুই তিনি জানেন না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন তার জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা কথা রটাচ্ছেন। আমার বিরুদ্ধে মিথ্যা হামলার অভিযোগ করা হচ্ছে।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা বলেন, ‘দেলোয়ার হোসেন নামে এক শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password