পলাশে মসজিদে অসভ্যতার প্রতিবাদ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ

পলাশে মসজিদে অসভ্যতার প্রতিবাদ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ

মসজিদে অসভ্যতার প্রতিবাদ করায় জাহিদুল ইসলাম জাহিদ নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে মুঞ্জুর আলম ( ৫৫) এবং তার দুই ছেলে সেতু (২৫) ও রেহান’র (২২) বিরুদ্ধে। নরসিংদীর পলাশে শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার পলাশ শিল্পাঞ্চল কলেজ রোডে এই মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় বিকেলে মারধরের শিকার সাংবাদিক জাহিদুল ইসলাম পলাশ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জাহিদুল ইসলাম জাহিদ দৈনিক বাংলাদেশ বুলেটিনের পলাশ উপজেলা প্রতিনিধি ও পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সি. সহ-সভাপতি। আর অভিযুক্ত মুঞ্জুর আলম নতুন বাজার গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সাংবাদিক জানায়, শিল্পাঞ্চল কলেজ মসজিদে জুমার নামাজের আগ মুহূর্তে খুদবা পাঠকালীন সময় মুঞ্জুর আলম মসজিদে চেয়ারে বসে পায়ের উপর পা তোলে পা নাড়াচাড়া করছিলেন। এ সময় নামাজের জন্য পাশে বসা সাংবাদিক জাহিদ তাকে পা নামাতে বললে মুঞ্জুর আলম ক্ষিপ্ত হয়। পরে নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুঞ্জুর, তার দুই ছেলে সেতু ও রেহান মিলে মুসল্লিদের সামনে প্রকাশ্যে সাংবাদিক জাহিদকে মারধর করতে থাকে। বাঁধা দিতে গিয়ে কয়েকজন মুসল্লিও আহত হয়। আশপাশের আরও মুসল্লি ছুটে আসলে মঞ্জুর ও তার ছেলেরা পালিয়ে যায়। পরে সাংবাদিক জাহিদকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পরে অভিযুক্ত মুঞ্জুর আলম ও রেহানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্যসমূহ (০)


Lost Password