কলকাতার পর চেন্নাই শিবিরে করোনার হানা

কলকাতার পর চেন্নাই শিবিরে করোনার হানা

ভারত জুড়ে করোনা আতঙ্কের মধ্যেও শক্তিশালী সুরক্ষা বলয় দাবি করে আইপিএল চালু রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। অনেক সমালোচনা স্বত্বেও আইপিএল বন্ধ করা হবে না বলে জানিয়েছে বিসিসিআই। তবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেঙে আইপিএলে ঢুকে পড়েছে করোনাভাইরাস। সোমবার সকালে জান যায় কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড় করোনা পজেটিভ। এই কারণে আজ কলকাতা ও ব্যাঙ্গোলরের ম্যাচ স্থগিত করা হয়েছে। কলকাতার পর এবার জানা গেল চেন্নাই শিবিরেও হানা দিয়েছে করোনাভাইরাস।

তবে কলকাতার কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত নয়। চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন, বোলিং কোচ এল বালাজি ও একজন বাস পরিচ্ছন্নতাকর্মীর করোনা পজিটিভ হয়েছে। দলের অন্যদের নেগেটিভ এসেছে। গত রোববার (২ মে) সবশেষ পরীক্ষার পর এই অবস্থা জানা গেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ফলস পজিটিভের সম্ভাবনায় সোমবার (৩ মে) সকালে নতুন করে করোনা পরীক্ষা করিয়েছেন বিশ্বনাথন, বালাজি ও পরিচ্ছন্নতাকর্মী। আবারও যদি তারা পজিটিভ হন, তাহলে দলের সুরক্ষা বলয়ের বাইরে গিয়ে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১০ দিন থাকতে হবে তাদের এবং দুইবার নেগেটিভ টেস্ট রিপোর্ট পাওয়ার পর ফিরতে পারবেন।

এই কারণে চেন্নাই তাদের আজকের অনুশীলন বাতিল ঘোষনা করেছে। অনুশীলন বাতিল হলেও আগামীকাল দিল্লিতে রাজস্থান  ও চেন্নাইয়ের ম্যাচ যথাসময়ে অনুষ্ঠীত হবে বলে জানা গেছে। এইভাবে করোনা ছড়াতে থাকলে এবারের আইপিএল শেষ করতে বিপাকে পরতে হতে পারে বিসিসিআইকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password