প্রায় একযুগ পরে নতুন গান নিয়ে ফিরলেন জেনস সুমন

প্রায় একযুগ পরে নতুন গান নিয়ে ফিরলেন জেনস সুমন

২০০২ সালে ইথুন বাবুর কথা ও সুরে এবং জেনস সুমনের কণ্ঠে প্রকাশ হয় ‘একটা চাদর হবে’ অ্যালবাম। এই অ্যালবামেই জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের মতো ভরাট কন্ঠে গান গেয়ে চারিদিকে হৈচৈ ফেলে দেন তিনি।  ১৯৯৭ সালে জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হলেও এই গানের পর তারকা খ্যাতি পেয়ে যান তিনি। রাতারাতি তারকা বনে যাওয়া সুমনকে অনেকেই জেমস সুমন হিসেবেই ডাকতেন। কিন্ত এই অ্যালবামের পর যে তারকা খ্যাতি তিনি পেয়েছিলেন তা ধরে রাখতে পারেননি তিনি। সময়ের স্রোতে হারিয়ে যেতে থাকেন জেনস সুমন। ২০০৮ সা‌লে প্রকাশ হয় তার সবশেষ অ্যালবাম ‘মন চ‌লো রূ‌পের নগ‌রে’।

তবে সুখবর হলো আবারও গানের জগতে ফিরেছেন জেনস সুমন। প্রায় একযুগ পর নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। প্রথম অ্যালবামে যার কথা ও সুরে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন, সেই ইথুন বাবুর কথা ও সুরেই ফিরেছেন জেনস সুমন। তার নরুন গানের নাম ‘আতর গোলাপ জল’। ‘আমার জন্য সাদা কাপড়ের একটা চাদর নেবে/ শেষ বিদায়ে ওই চাদরে আতর গোলাপ জল ছিটিয়ে দেবে’- এমন কথা মালায় এবারের গানটি সাজিয়েছেন ইথুন বাবু।

১২ বছর পর সুমনের সাথে নতুন গান নিয়ে ইথুন বাবু বলেন, ‘একটা চাদর হবে’ গানটার কাহিনি যদি কেউ শুনে থাকেন অথবা ধারন করে থাকেন, সেই প্রেক্ষাপট থেকে সুমনকে নিয়ে দারুণ একটা চেষ্টা ‘আতর গোলাপ জল’।

নতুন এই গানটি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ইসরাইলের তাণ্ডব আজ বিশ্বকেও গলিত শিলাস্তরের কম্পন বিচ্যুতির দিকে ধাবিত করছে। যা বিশ্ববাসী মেনে নিতে পারছে না। আমরা নিরুপায়, উচ্চপদস্থ দেশ তাদের পক্ষে। শিশু মৃত্যুসহ মানুষের মৃত্যু, কেএফসি চিকেন তন্দুরির মতো! কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল মাথার ভিতরে। সেসব কথাই গানটিতে তুলে ধরা হয়েছে।’

সম্প্রতি ইবি মিউজিক টিভির ইউটিউবে প্রকাশ করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। গানটি প্রকাশের পরই শ্রোতাদের কাছ কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জেনস সুমন। ইথুন বাবুর কথা ও সুরে গানের জগতে ফিরতে পেরে বেশ উচ্ছ্বাসিত জেনস সুমন নতুন গান প্রসঙ্গে বলেন, ‘আমি আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করেছি, বাকিটা শ্রোতারা গানটি শুনেই রায় দেবেন’।

মন্তব্যসমূহ (০)


Lost Password