অভিনেত্রী নাজিরা মৌ বিয়ের খবর জানালেন বিয়ের তিন মাস পর

অভিনেত্রী নাজিরা মৌ বিয়ের খবর জানালেন বিয়ের তিন মাস পর

বিয়ের তিন মাস পর জানা গেল টেলিভিশন অভিনেত্রী নাজিরা মৌয়ের বিয়ের খবর। চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় বিয়ে হয়েছে তার। বিয়ের প্রসঙ্গে নাজিরা জানান, পাত্র মিজানুর মুরাদ রহমান পেশায় ব্যবসায়ী। তিনি থাকেন যুক্তরাজ্যে। 

তিনি বলেন, বন্ধুর মাধ্যমে মিজানের সঙ্গে আমার পরিচয়। এর কিছুদিন পর সে আমাকে পছন্দের কথাটি জানায়। এরপর পারিবারিকভাবে আমাদের বিয়ে। বিয়ের পর আমি অসুস্থ থাকার কারণে  খবরটি জানানোর সুযোগ হয়নি।গত মার্চের দ্বিতীয় সপ্তাহে দুবাইতে মধুচন্দ্রিমাতে গিয়েছিলেন তারা। 

২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার। তবে এর পরের ৮ বছর শুধু র‌্যাম্প মডেল ও বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password