ব্রাদার্সের বিপক্ষে বড় জয় শিরোপা প্রত্যাশী আবহনীর

ব্রাদার্সের বিপক্ষে বড় জয় শিরোপা প্রত্যাশী আবহনীর

ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শিরোপা প্রত্যাশী আবহনী ৯ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। তবে ফলাফল দেখে ম্যাচটা যত সহজ মনে হচ্ছে আসলে আবহনীর জন্য ম্যাচটা এত সহজ ছিলনা। মুলত আবহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের ২১ বলে অপরাজিত ৩৭ ও মোহাম্মদ নাইম শেখের ২৬ বলে ৩৬ রানের সুবাদেই আবহনীর জয়কে সহজ করে দিয়েছে।  

বৃষ্টির কারণে মিরপুরে আবহনী-ব্রাদার্সের ম্যাচের দৈর্ঘ ৯ ওভার কম করে দেয়া হয়। ১১ ওভারের ম্যাচে আগে ব্যাট করে আবহনীর সামনে ১০২ রানের লক্ষ দাড় করায় ব্রাদার্স। ১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নাইম শেখ ও মুনিম শাহারিয়ার দারুণ শুরু করেন। কিন্ত চতুর্থ ওভারে দলীয় ৩৮ রানের মাথায় ১২ বলে ২৫ রান করে আউট হয়ে যান মুনিম। এরপর নিজেকে প্রমোট করে তিন নাম্বারে ব্যাট করতে আসা অধিনায়ক মুশফিক ও ওপেনার নাইম শেখ পরিস্থিতী অনুযায়ী ব্যাট করতে থাকেন। তাড়াহুড়া না করে প্রত্যেক ওভার টার্গেট করে ব্যাট করেত থাকেন দুজন। যার ফলে প্রতি ওভারেই রানের চাকা প্রয়োজন অনুযায়ি ঘুরতে থাকে। আবহনীর জন্য সবচেয়ে বড় পাওয়া দুজনেই খেলা শেষ করে এসেছেন। এরকম ম্যাচে উইকেট পড়ে গেলে দলের জন্য খুব বড় বিপদ হয়ে দাঁড়ায়। এই দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় ৭ বল বাকি থাকতেই ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবহনী।

এর আগে মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ব্রাদার্সের অধিনায়ক মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকি ভাল সুচনা এনে দেয় ব্রাদার্সকে। দুজনে মিলে ৩৮ রানের ওপেনিং জুটি গড়েন। দলীয় ৩৮ রানের মাথায় টি-টুয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলা সাকিবের বলে মিজানুর ২০ রান করে ফিরে গেলে ভাঙে ওপেনিং জুটি। মিজানুর আউট হওয়ার পর ধ্বস নামে ব্রাদার্সের ব্যাটিং অর্ডারে। আরাফাত সানি পরপর দুই বলে মায়শুকুর রহমান-রাহাতুল ফেরদাউসকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে ম্যাচের নাটাই নিয়ে নেন নিজেদের হাতে। এই রেশ কাটতে না কাটতেই অভিষিক্ত সাকিব জোড়া আঘাত হানেন ব্রাদার্স শিবিরে। অষ্টম ওভারের পর পর দুই বলে সাকিব জুনায়েদ সিদ্দিকি (২০) ও হাবিবুর রহমানকে (৪) সাজঘরে ফেরত পাঠিয়ে খেলা থেকে ব্রাদার্সকে প্রায় ছিটকে দেন। কিন্ত শেষ দিকে আলাউদ্দিন বাবু ও জাহিদুজ্জামানের ঝড়ো ব্যাটিংয়ে খেলায় খুব ভালভাবেই ফিরে আসে ব্রাদার্স।  শেষ পর্যন্ত নির্ধারীত ১১ ওভার শেষে ৫ উইকেটে ১০১ রান সংগ্রহ করে ব্রাদার্স। বাবু ১০ বলে ১ চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৪ ও জাহিদুজ্জামান ১০ বলে ২ চার ও ২ ছয়ের সাহায্যে ২৫ রান করে অপরাজিত থাকেন। আবহনীর আরাফাত সানি ২ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট এবং সাকিব ২ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password