হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চোরাই কাঠভর্তি ট্রাক জব্দ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চোরাই কাঠভর্তি ট্রাক জব্দ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেছে বন বিভাগ। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের লস্করপুর রেলগেইট এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুর রহমানসহ বন বিভাগের একটি দল।

এ সময় অবৈধভাবে পরিবহনকালে ট্রাকভর্তি (ঢাকা মেট্রো- ট- ২৪- ১০৭৫) ইউকেলিপটাস গাছের প্রায় ২শ’ ৫০ ঘনফুট গোল কাঠ জব্দ করা হয়।তিনি আরও বলেন, ‘জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় দেড়লাখ টাকা। কাঠগুলি নওগা থেকে চোরাই পথে সিলেট যাচ্ছিল। ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password