নরসিংদীতে জমি ও গৃহ হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদীতে জমি ও গৃহ হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
MostPlay

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ৩য় পর্যায়ে আরও ১৬৩টি পরিবারে জমি ও গৃহ হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী নরসিংদীতে ১৬৩ টি ঘর সহ সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৩য় পর্যায়ে ৩২,৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর করবেন।

জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকি,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম উবনুল হাসান ইভেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ মাসুম, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, সিনিয়র সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক,সদর এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password