পরিবহন ধর্মঘটে এক সাংবাদিকের মানবিক উদ্যোগ

পরিবহন ধর্মঘটে এক সাংবাদিকের মানবিক উদ্যোগ

গত দুই দিন থেকে সিলেটে চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট। ধর্মঘটের কারণে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে দুর্ভোগে পড়া যাত্রীদের পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান।

তিনি গত মঙ্গলবার রাতে তার ফেসবুকে পোস্ট করেন ‘পরিবহন ধর্মঘটে মানুষের দুর্ভোগ লাগবে নিজের বাইক নিয়ে থাকব সড়কে। প্রয়োজনে কল করবেন’। তার এই পোস্ট দেখে আরও অনেকে এমন পোস্ট করেন।

বুধবার সকালে দেখা যায়- সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরানসহ অনেকেই স্বেচ্ছায় মোটরসাইকেল নিয়ে সড়কে পরিবহনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। ফলে পরিবহন না থাকায় দুর্ভোগে পড়া মানুষ অনেকটা স্বস্তি ফিরে পেয়েছেন।

সাংবাদিক ইমরান ফোন পেয়ে হাসপাতালে আটকে পড়া রোগীর স্বজন বিজয়কে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নগরীরের কদমতলীতে পৌঁছে দেন। দাউদপুর থেকে মোগলাবাজারে পৌঁছে দেন জামাল আহমদকে।

এমন মানবিক সেবা পেয়ে জামাল আহমদ তার প্রতিক্রিয়ায় জানান, জরুরি কাজে বাসা থেকে বের হয়ে পরিবহন ধর্মঘটের কারণে বিপদে পড়ে যাই। পরে ফেসবুকের মোবাইল নম্বরে কল দেই, ১০ মিনিট পরে মোটরবাইক দিয়ে আমাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন সাংবাদিক ইমরান। তার এ মানবিক সাহায্যে তিনি কৃতজ্ঞ বলে তিনি জানান।

দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান দৈনিক জালালাবাদে স্টাফ রিপোর্টার ও এনটিভি ইউরোপের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। আশরাফুল ইসলাম ইমরান বলেন, বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি পরিবহনের অভাবে মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। দুর্ভোগ দেখে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password