দোকানে নিষিদ্ধ পানীয় রাখায় ১ লাখ টাকা জরিমানা

দোকানে নিষিদ্ধ পানীয় রাখায় ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার পান্না স্টোর নামক দোকানে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ যৌন উত্তেজনামূলক পানীয় জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিক পান্না মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের ছাতাপট্টি এলাকায় ‘পান্না স্টোর’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালান সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।

অভিযানে পান্না স্টোর থেকে ৩৬০ পিস যৌন উত্তেজনামূলক পানীয় পাওয়া যায়। এসবের মধ্যে ছিল, জিনসিন ও লায়ন নামের সিরাপ। এ তথ্য নিশ্চিত করেছেন পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী।

জব্দ করা যৌন উত্তেজনামূলক পানীয়গুলো অভিযানের পরপরই পৌরসভায় নিয়ে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password