কক্সবাজারে আগুনে একসঙ্গে ঘুমন্ত তিন সন্তানকে হারান বাবা

কক্সবাজারে আগুনে একসঙ্গে ঘুমন্ত তিন সন্তানকে হারান বাবা

প্রতিদিনের মতো রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়েছিলেন জাগির হোসেন। হঠাৎ সৃষ্ট আগুন সেই ঘুমকে বিষাদে পরিণত করেছে। আগুনে দগ্ধ হয়ে তার তিন ঘুমন্ত সন্তান মর্মান্তিকভাবে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে।

হারবাং ইউপির চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, জাগির হোসেনের বাড়ি পাহাড়ের ভেতরে। তার ঘরটি মাটি দিয়ে তৈরি। হঠাৎ আগুন লাগার কারণে জাগিরের শিশুগুলো ঘুমন্ত অবস্থায় মারা যায়। এছাড়া আগুনে বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ৩ লাখ টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুদের লাশের সুরতহাল প্রতিবেদক তৈরি করেছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১২ টায় কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউপির সাবানঘাটা গ্রামের একটি বসতবাড়িতে আগুন লাগে। এতে ঘুমন্ত তিন শিশু দগ্ধ হয়ে মারা যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে পাঁচজন দগ্ধ হয়েছেন।  

মৃত শিশুরা হলো- ওই এলাকার জাগির হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (১২) ও তার দুই মেয়ে মিম আক্তার (১০) মিথু মনি (০৮)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password