আরেক মুসলিম দেশের সাথে ইজরায়েলের সরাসরি ফ্লাইট চালু হলো

আরেক মুসলিম দেশের সাথে ইজরায়েলের সরাসরি ফ্লাইট চালু হলো

গত সাত মাস আগে ইজরায়েলের সাথে মুসলিম প্রধান দেশ মরক্কো সম্পর্ক স্বাভাবিক করার পর আজ দুদেশের মধ্যে প্রথমবারের মত ডিরেক্ট ফ্লাইট চালু হয়েছে। ISAIR এর 6H61 ফ্লাইটটি ইজরায়েল থেকে মরক্কোর উদ্দেশ্যে ইতোমধ্যেই যাত্রা শুরু করেছে। বর্তমানে সাপ্তাহিক ১টি ফ্লাইট পরিচালনার চিন্তা রয়েছে ইজরায়েলের যা যাত্রী চাহিদার ভিত্তিতে ৫টিতে উন্নিত করার চিন্তা তাদের। তবে রয়েল মরক্কো এয়ার ইজরায়েলে তাদের সার্ভিস এখনো চালু করেনি।

মরক্কোর পর্যটনমন্ত্রী Nadia Fettah Alaoui জানিয়েছেন ইজরায়েলের সাথে ফ্লাইট চালু করার কারণে আর্থিকভাবে লাভবান হবে মরক্কো।তার ধারণা প্রথমবছরেই মরক্কো ২ লক্ষ ইজরায়েলী পর্যটক পাবে। চলমান মহামারীর কারণে গত বছর মরক্কোর ট্যুরিজম রেভিনিউ কমে গিয়েছিল ৫৩.৮% বা ৩৬.৩ বিলিয়ন দিরহাম যা ডলারের হিসেবে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার।

মন্তব্যসমূহ (০)


Lost Password