প্রথমবারের মতো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন প্রশিক্ষণ পেয়েছে বিজিবির একটি রিক্রুট ব্যাচ

প্রথমবারের মতো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন প্রশিক্ষণ পেয়েছে বিজিবির একটি রিক্রুট ব্যাচ

যে কোনো ঘটনায় বিজিবি সদস্যরা এখন হেলিকপ্টারে চড়ে অতি দ্রুত পৌঁছে যেতে পারবেন সীমান্তের অতি দুর্গম এলাকায়। এজন্য বিজিবি সদস্যদের দেওয়া হয়েছে হেলিকপ্টার থেকে 'রেপেলিং অ্যান্ড ফাস্ট রোপিং' প্রশিক্ষণ।চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি) ৯৬তম রিক্রুট ব্যাচের সদস্যরা প্রথমবারের মতো পেয়েছেন এই প্রশিক্ষণ। বিজিবির আটটি প্রশিক্ষণ ভ্যানুতে ৯৬ তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

দীর্ঘ ২৪ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে। এই ব্যাচে সর্বমোট ৭৮৪ জন, যার মধ্যে ৬৫৬ জন পুরুষ এবং ১৫৬ জন নারী রয়েছে। এরাই প্রথমবারের মত সীমান্তে শত্রু মোকাবিলায় বিজিবিতে নতুনভাবে যুক্ত হওয়া অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপনের প্রশিক্ষণ পেয়েছেন। যা দিয়ে সহজেই শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া সম্ভব। মর্টার কোর্স, মেশিনগান আর স্নাইপার কোর্সের মতো বিভিন্ন কোর্স সম্পন্ন করছেন বিজিবি এই সদস্যরা।

বিজিটিসিঅ্যান্ডসি থেকে শুধু মৌলিক প্রশিক্ষণই নয়, আন্তর্জাতিক মানের সীমান্তরক্ষী বাহিনী গড়তে বিজিবি সদস্যদের এখন বিদেশেও প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকে প্রশিক্ষক নিয়ে এসেও দেওয়া হচ্ছে অত্যাধুনিক সব প্রশিক্ষণ। দেশের সীমান্তে নিশ্ছিদ্র সুরক্ষা নিশ্চিতে বাহিনীতে যুক্ত করা হচ্ছে নতুন জনবল। আরও দক্ষ ও চৌকস বাহিনী গড়তে সাতকানিয়া ছাড়াও চুয়াডাঙ্গায় বিজিবির আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১ সামনে রেখে বিজিটিসির রিক্রুট ট্রেনিং আধুনিকায়ন করা হয়েছে। নতুন রিক্রুটদের শারীরিক, রণকৌশল ও তাত্ত্বিক বিষয় সম্পর্কিত প্রশিক্ষণ পাঠক্রম আধুনিকায়ন করা হয়েছে।বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান উজ জামান বলেছেন, বিজিবি সদস্যদের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। অ্যাডভান্স ট্রেনিং ব্যাটালিয়নের মাধ্যমে অন্যান্য প্রশিক্ষণের সঙ্গে বর্ডার ব্যবস্থাপনা, চোরাচালান দমনের প্রশিক্ষণ, নারী ও শিশু পাচার রোধ প্রশিক্ষণ, বিওপি কমান্ড প্রশিক্ষণ মর্টার কোর্স, স্নাইপার কোর্সসহ মেশিনগান কোর্সের মতো বিশেষায়িত কোর্স পরিচালনা করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password