বাঘাব ইউপি নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে জাহিদ সরকার

বাঘাব ইউপি নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে জাহিদ সরকার

রাব্বি সরকার : নির্বাচন নয়, চলছে মনোনয়ন যুদ্ধ জয়ের পালা। নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ দলীয় দুর্গে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক দৌড়ঝাপ। নির্বাচন নয়, মনোনয়ন যুদ্ধই যেন তাদের আসল নির্বাচন।

পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় ও হাট-বাজারের চা আড্ডা আলাপনে ভোটার, জনগণ ও নেতা-কর্মীদের মধ্যে সর্বত্রই চলছে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আলোচনার ঝড়। কে পাচ্ছেন, বাঘাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন। অবসরে, খোস-গল্পে ও চা আড্ডায় হিসাব কষছেন নেতা-কর্মী ও ভোটাররা।

বিভিন্ন প্রার্থীর ব্যক্তিগত জীবনী, পারিবারিক ইতিহাস এবং রাজনৈতিক ভাবে জনপ্রিয়তাকে ঘিরে মিলাচ্ছে মনোনয়নের হিসাব।  জনমত জড়িপে স্থানীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছে শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক, ত্যাগী ও জনপ্রিয় নেতা জাহিদ সরকার।

সৎ-বিনয়ী ও সদালাপী এই নেতা মনে করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও স্থানীয় আওয়ামী লীগ তার জীবনের রাজনৈতিক কর্মকান্ডের সুবিবেচনা করে সৎ, যোগ্য, মেধাবী এবং দলের দুঃসময়ের ত্যাগী কর্মী হিসেবে তাকেই মনোনয়ন দিবেন বলে তিনি শতভাগ আশাবাদী।

মনোনয়ন পেলে জনগনের ভালোবাসা ও দলীয় নেতা-কর্মীদের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করে চেয়ারম্যান পদটি দলকে উপহার দিতে পারবেন বলে তার প্রত্যাশা। তিনি আরো বলেন, আগামীতে নির্বাচিত হলে বাঘাব ইউনিয়নকে শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, বাল্য বিবাহ মুক্ত, তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এই তরুণ নেতা  জাহিদ সরকারের বাবা শহীদ কালামিয়া সরকারকে হত্যা করা হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে। চাচাতো ভাই আহম্মেদ সরকারকে হত্যা করে বিএনপির কতিপয় সন্ত্রাসীরা। বড় ভাই বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন সরকারকে হত্যা করে বিএনপি জামাত জোট।

বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ মোগল সরকারকে ষড়যন্ত্র মূলকভাবে মাসুম, নিষ্পাপ ভাতিজাকে হত্যা করে বিএনপি জামাত জোটের নেতাকর্মীরা। জাহিদ সরকারের পরিবারের অনেক সদস্য ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। পারিবারিক সূত্রে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত একটি পরিবার।

বিপ্লবী, সময় উপযোগী ও সাহসী এই তরুণ নেতা জাহিদ সরকার আশা করেন আগামী নির্বাচনে তার যোগ্যতা, সততা ও নিষ্ঠার সাথে দলীয় কার্যক্রমে দায়িত্ব পালন করার পাশাপাশি অবহেলিত জনপদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করার জন্য চেয়ারম্যান পদে দল তাকেই মনোনয়ন দেবেন।

জাহিদ সরকার তার দল আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী এবং ইউনিয়নবাসীর দোয়া, সাহায্য, সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করে বলেন, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে বাঘাব ইউনিয়নকে জেলার অন্যতম মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password