তারুণ্যের উৎসব ২০২৫, যুব সমাবেশ,কর্মশালা ও পিঠা উৎসব

তারুণ্যের উৎসব ২০২৫, যুব সমাবেশ,কর্মশালা ও পিঠা উৎসব

দুটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্যের উৎসব ২০২৫, উপলক্ষ্যে শীতকালীন পিঠা উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার, ১৫ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। এদিন বুধবার দুপুরে মহিলা কার্যালয়ের মিলনায়তনে উপজেলা মহিলা অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তর সমবায় অধিদপ্তর ও এনজিও প্রতিনিধি কারিতাস এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। পিঠা উৎসবের মধ্যে ছিল, ভাপা পুলি, তেল চিতই,পাটি সাপ্টা, চিতই, দুধপুলি, চিতই ভিজা, ছেই পিঠা, সেমাই পিঠা, জামাই পিঠা, মুক শল্লা, মুরগ সংশা, দুধ কদু অন্যতম।

তাছাড়া উৎসবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, প্রকৌশলী জুলফিকার হক চৌধুরি, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. নুর এ এলাহি, খাদ্য কর্মকর্তা মোসাম্মত হাফসা হাই, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. আমির হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

অপরদিকে, একই দিন উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব সমাবেশ ও তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় যুবকদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে সভা কক্ষে তরুণদের নিয়ে তারুণ্যে ভাবনা শীর্ষক কর্মশালা করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।

উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরি, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর, ছাত্রনেতা ইশতিয়াক আহমেদ চৌধুরি, সুমন খান, মহিলা নেত্রী শাহিনুর আলম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেল, সিনিয়র সহসভাপতি শাহিনুর রহমান প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password