স্বপ্নের পদ্মা সেতুতে হেঁটে কিংবা সাইকেলে পার হওয়া যাবেনা

স্বপ্নের পদ্মা সেতুতে হেঁটে কিংবা সাইকেলে পার হওয়া যাবেনা
MostPlay

আর মাত্র কিছুদিন বাকী বাংলাদেশের সব চেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর উদ্ভোদন করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এই উচ্ছ্বাসিত পদ্মা সেতু্তে হেঁটে পার হওয়ার সুযোগ নেই। এমনকি বাইসাইকেল নিয়েও এ সেতু পার হওয়া যাবে না।

সোমবার (৩০ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ও সড়ক) শাহ মো. মুসা।

তিনি বলেন, ‘পায়ে হেঁটে পদ্মা সেতু পার হওয়ার কোনো সুযোগ নেই। কেউ বাইসাইকেল নিয়েও পার হতে পারবেন না। সেতুর ওপর দিয়ে কোন যানবাহন পার হতে পারবে ও টোল কত, সবকিছুর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনারা দেখবেন, এর মধ্যে কিন্তু বাইসাইকেল নেই।’

তিনি আরও বলেন, ‘সেতুর ওপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলবে। কেউ যদি পায়ে হেঁটে যায় বা স্লো মুভিং কিছু যায়, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এসব কথা বিবেচনা করেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password