মান্দায় মাদ্রাসার নামে বরাদ্দকৃত চাল আত্মসাৎ কে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে মাদ্রাসার সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী (শাহীন) ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষীন নুরুল্যাবাদ ত্রীমহনী সুরাইয়া আক্তার ইয়াতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৫/০৬/২৩ ইং তারিখে স্মারকপত্র ৫১.০১.৬৪৪৭.০০০০.৭.২০২.২২-২৭৪ স্মারক পত্র মোতাবেক ২ মেঃটন চাল বরাদ্দ করা হয়। আমি মোয়াজ্জেম হোসেন চৌধুরী (শাহীন) উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাকালিন সভাপতি কিন্তুু আমাকে বা এলাকাবাসীকে না জানিয়ে কে বা কাহারা আমার প্রতিষ্ঠানের নামে বরাদ্দ কৃত ২টন চাউল উত্তোলন করে আত্মসাৎ করেছে। উক্ত বরাদ্দকৃত চাউল উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে ২ টন চাল উদ্ধার পূর্বক দোষীদের শাস্তির ব্যবস্হা সহ তা সরকারী কোষাগারে জমাদানে আবেদন জানান। এ ব্যাপারে অত্র মাদ্রাসার মাওলানা আবুল কালাম আজাদের সাথে কথা হলে তিনি জানান এত্র মাদ্রাসা দীর্ঘ চার পাঁচ বছর বন্ধ আছে। আমি বর্তমানে অন্য মাদ্রাসায় কর্মরত আছি।
অত্র মাদ্রাসা কমিটির ক্যাশিয়ার সোহেল রানার সাথে কথা হলে তিনি জানান, আমাদের মাদ্রাসার নামে বরাদ্দ কৃত দুইটন চাল উত্তোলন করার কথা শুনেছি তবে আমাদের মাদ্রাসা ও এতিম খানার কার্যক্রম অনেক দিন ধরে বন্ধ তাই তা উদ্ধার পূর্বক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের অনুরোধ করছি।
স্হানীয়দের সাথে কথা হলে তারা জানান,সুরাইয়া আক্তার এতিমখানা ওহাফেজিয়া মাদ্রাসা নামে মাদ্রাসা আছে তবে তার কার্যক্রম অনেক দিন ধরে বন্ধ আছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন