নওগাঁর আত্রাইয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

“তামাক নয় খাদ্য ফলান“ এই প্রতিপাদ্য নিয়ে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপ, এমআরপি’তে সিগারেট বিক্রি নিশ্চিত করা ও তামাক চাষ নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করার দাবিতে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ সংলগ্ন মেইন রোডে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, বিএনটিটিপি, সাপ্তাহকি প্রজন্মরে আলো ও প্রজন্মের মেলার সহযোগিতায় এক ঘন্টকাল ব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি, প্রগতিশীল শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় বান্দাইখাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের সিনিয়র প্রভাষক জাকিরুল ইসলাম, আবু রেজা, এসএম মাসুদ পারভেজ,রিপন সরদার,বান্দাইখাড়া বণিক সমিতির সভাপতি শিশির সাহা বীর মুক্তিযোদ্ধার সন্তান ও আত্রাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সেন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের প্রভাষক মামুনুর রশিদ,ইদ্রিস আলী, সোহেল রানা, খালেক হাসান, হারুন-অর রশিদ উজ্জল, আফাজ উদ্দীন,জহুরুল ইসলাম,রফিকুজ্জামান মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচিতে তামাক নয় খাদ্য ফলান“ এই প্রতিপাদ্য বাস্তবায়ন ও তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপ, এমআরপি’তে সিগারেট বিক্রি নিশ্চিত করা ও তামাক চাষ নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জোর দাবী জানানো হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password