বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন কে জানেন? আর তার দাম কত?

বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন কে জানেন? আর তার দাম কত?
MostPlay

কথায় আছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আর এই পানির দাম এতটা, হয়তো আগে কখনো শোনেননি। আকাশ ছোঁয়া দামে পানি পান করেন ভারতের অন্যতম ধনী  রিলায়্যান্স কর্তা মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানী । সত্যি তার দম শুনলে হতবাকই হবেন। 

দাবি করা হয়, নীতা নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি  পান করেন । ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ টাকারও বেশি। তা হলে এবার হিসেব করে নিন, নীতার এক ঢোক জলের দাম কত পড়ে!

দাম তো না হয় জানলেন। কিন্তু জলের কেন এত দাম, এ বার সেই বিষয়টাও একটু জেনে নেওয়া যাক। স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে জল নীতা খান তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি পানির  মধ্যে একটি। বোতলবন্দি ওই পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই পানীয় জলে ৫ গ্রাম সোনার ছাই মেলানো থাকে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই জলের দাম লক্ষ লক্ষ টাকা।


সূত্রঃ আনন্দবাজার পত্রিকা 

মন্তব্যসমূহ (০)


Lost Password