যশোরে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ
যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত প্রতিবন্ধী শিশুদের মাঝে‌ হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক প্রতিবন্ধী শিশুর মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password