টি২০ বিশ্বকাপের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ভিরাট কোহেলি

টি২০ বিশ্বকাপের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ভিরাট কোহেলি
MostPlay

অবশেষে সকল গুঞ্জন সত্য হলো টি২০ অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন কোহেলি। আজ বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ভিরাট কোহেলি তার অধিনায়কত্ব থেকে সরে আসার পত্রটি ভারতীয় ক্রিকেট বোর্ডে জমা দেয়। তবে তিনি টেস্ট ও অনডে ম্যাচে অধিনায়কত্ব পালন করবেন। ভিরাট কোহেলি টি২০ তে মোট ৪ট টি ম্যাচের অধিনায়কত্ব পালন করছেন তার মধ্যে ২৭ টি ম্যাচে জয় লাভ করে।

অবশেষে টি২০ বিশ্বকাপের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ভারতের অন্যতম জনপ্রিয় ও সেরা ব্যাটসম্যান ভিরাট কোহেলি। এক সংবাদের মাধ্যমে বিষয়টি জানা গেছে, আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভিরাট কোহেলি জানান তিনি আগামী অক্টোবরে দুবাইয়ে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে অধিনায়কত্ব থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

যদিও তিনি কেনো সরে দাঁড়ালেন সেটা স্পষ্টভাবে কিছু বলেননি। তবে জানানো হয় টি২০ ছাড়া তিনি বাকি টেস্ট ও অনডেতে মনোযোগ দিতে চান। এদিকে জানা গেছে ভারতীয় আসন্ন টি২০ বিশ্বকাপে রহিতশার্মাকে অধিনায়কত্ব পাওয়ার দিক থেকে এগিয়ে আছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড অনেকটাই রোহিতশার্মাকে অধিনায়ক এর দায়িত্ব দিবে বলে জানা যাচ্ছে। ভিরাট কোহেলির হঠাৎ সরে দাঁড়ানোকে নেতিবাচক হিসেবে দেখছে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password