নওগাঁর মান্দায় কুসুম্বা গ্রামে বজ্রপাতে নিহত জিল্লুর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে মান্দা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নিহতের বাড়িতে গিয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়ার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর (ক্যাশ) কর্মসূচির আওতায় নিহত পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, কুসুম্বা ইউপি চেয়ারম্যান মো. নওফেল আলী মন্ডল উপস্থিত ছিলেন। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া জানান, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত পরিবারকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এই অর্থ কিছুটা হলেও কাজে আসবে নিহত পরিবারে।
প্রসঙ্গত, গত রবিবার (১১ মে) মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে বিকেল ৪ টার দিকে মাঠে শুকানো ধান জড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন মৃত আইয়েস উদ্দিনের ছেলে কৃষক জিল্লুর রহমান (৪০)।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন