নওগাঁর "সাপাহারে আম চত্বর স্থাপন" নির্মানাধীন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার

নওগাঁর "সাপাহারে আম চত্বর স্থাপন" নির্মানাধীন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার

আমের নতুন রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে হতে যাচ্ছে আম চত্বর। যার নির্মানাধীন কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মেইন রাস্তার পাশে আম চত্বরের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। সাপাহার উপজেলা ইতিমধ্যেই সারাদেশে আমের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে। এই উপজেলার আম বাজার হতে প্রতি বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার আম বানিজ্য হয়।

নানান জাতের আম বাগানে পরিপূর্ণ এলাকার মাঠগুলো। সারি সারি আমবাগানের প্রায় প্রতিটি গাছেই ঝুলে আছে নানান জাতের আম। যার মধ্যে উল্লেখযোগ্য গুটি, আশ্বিনা, গোপালভোগ, হিমসাগর, আম্রপালী, হাড়িভাঙ্গা,খিরসাপাত, কাটিমন সহ নানান প্রজাতির আম। এই উপজেলা কে আমের রাজধানী হিসেবে রূপদান ও স্মৃতি বিজড়িত ফলক আম চত্বরের এই প্রথম উদ্বেগ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

পরিদর্শনকালীন সময় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কম্পিউটার কাম অপারেটর আবুল কাশেম, সাংবাদিক হাফিজুল হক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password