ঢাকা-সিলেট মহাসড়কে ঝরল দুই শ্রমিকের প্রাণ

ঢাকা-সিলেট মহাসড়কে ঝরল দুই শ্রমিকের প্রাণ
MostPlay

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাড়িচাপায় দুই চাতাল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা স্থানীয় খান এগ্রো ফুড কোম্পানিতে চাকরি করতেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে হোটেল রাজমনির সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন দিনাজপুরের মাঝিকারা এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে মো. হায়দার আলী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনারামপুরের খান এগ্রো ফুড কোম্পানির পাঁচ চাতাল শ্রমিক দিনাজপুরে থেকে বাসে এসে সকালে হোটেল রাজমনির সামনে নামেন। পরে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। ঐ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকিদের গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। খবর পেয়ে আশুগঞ্জ থানা ও খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম জানান, হতাহতরা সবাই চাতাল শ্রমিক। কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password