গুলশানের আগুনে অসুস্থ তিনজনের মধ্যে দুজন হাসপাতাল ছেড়েছেন

গুলশানের আগুনে অসুস্থ তিনজনের মধ্যে দুজন হাসপাতাল ছেড়েছেন
MostPlay

রাজধানীর গুলশানের বহুতল ভবনে আগুনে অসুস্থ তিনজনের মধ্যে দুজন হাসপাতাল ছেড়েছেন। আজ সোমবার দুপুরে তাঁরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পান। তাঁরা হলেন মোছা সিকদার (৩৩) ও রওশন আলী (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন।

গতকাল রোববার সন্ধ্যায় গুলশান-২-এর একটি বহুতল ভবনে আগুন লাগে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন মোছা সিকদার ও রওশন আলী। আগুন লাগার সময় ভবনের ১০ তলায় ছিলেন রওশন আলী।

তিনি ১০ তলার একটি ফ্ল্যাটের বাসিন্দার বাসায় দাপ্তরিক কাজে গিয়েছিলেন। মোছা সিকদার ওই ফ্ল্যাটের গাড়িচালক। এদিকে আগুনের ঘটনায় আহত সামা রহমান সিনহা (৩৮) ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তিনি আগুন থেকে বাঁচতে সাততলা থেকে সুইমিংপুলে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password