নওগাঁর পত্নীতলায় ৮ নং নজিপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের (নাদৌড়) মেম্বার আব্দুল লতিফ দেওয়ান এবং একই গ্রামের গোপাল উড়াও এর ছেলে ভবেশ উড়াও এর মটর সাইকেল ছিনতাই হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানা যায় মঙ্গলবার (১১ জুলাই) রাত ৮ টার দিকে মেম্বার আঃ লতিফ ও ওই গ্রামের আদিবাসী যুবক ভবেশ উড়ায় এক সাথে আলাদা মোটরসাইকেল যোগে নজিপুর বাসস্ট্যান্ড হতে বাড়ী ফিরছিলেন রাত আনুমানিক ৯ টার দিকে নাদৌড় গ্রামীণ সড়কের নাপিতপকরা নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেত থাকা ছিনতাইকারীরা তাদের উপর আক্রমণ করে মারধর করে টিভিএস ১২৫ সিসি ও ডিসকভার ১০০ সিসি দুটি মটরসাইকেল দুজনের দুটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভবেশ গুরুতর আহত হয়ে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সচেতন মহলের অনেকে বলেন হরহামেশাই মোটরসাইকেল চুরি / ছিনতাইয়ের খবর শোনা গেলেও এসব মোটরসাইকেল উদ্ধারের খবর পাওয়া যায় না। চুরি ছিনতাই দিনকে দিন বেড়েই চলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছে জনসাধারণ।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব বলেন রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি,থানায় মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন