আফগানিস্তানের রাজধানী কাবুলে সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের কাছে জোড়া বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। ২ নভেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কারি খোস্তি বলেছেন, কাবুলে ৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রবেশদ্বারে জোড়া বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণের পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী ঘটনাস্থল থেকে পালানোর পর জানান, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং কয়েক মিনিট ধরে গোলাগুলির শব্দও পেয়েছেন। প্রথম বিস্ফোরণের প্রায় ১০ মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণ হয়।
সুত্র: আল-জাজিরা
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন