গাছে-গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’ -এই স্লোগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের বর্ষা মৌসুমে দেশব্যাপী ধারাবাহিক ভাবে ফলজ, বনজ ও ঔষধী গাছের চাঁরা রোপন করার।
আজ (১৮ জুলাই) মঙ্গল বার দুপুরে নওগাঁর মান্দা উপজেলায় গ্রামীণ ব্যাংক কশব শাখার উদ্যোগে বৃক্ষরোপন সপ্তাহ—২৩ উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংক চত্বরে সদস্যদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের কশব শাখার শাখা ব্যাবস্থাপক- মোঃ জরিফ উদ্দিন, নওগাঁ শাখার অডিট টিম লিডার- মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল বারী, মোঃ মামুনুর রশীদ সহ সকল কর্মকর্তা কর্মচারী বিন্দু।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন