নওগাঁর ধামইরহাটে একসঙ্গে তিন সন্তানের জন্ম

নওগাঁর ধামইরহাটে একসঙ্গে তিন সন্তানের জন্ম

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে শিরিন সুলতানা (৩০) নামের এক প্রসূতি। জন্ম দেয়া শিশুদের মধ্যে ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। বর্তমানে মা এবং সন্তান উভয় ভালো রয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার (১১ এপ্রিল) রাতে পাশ্ববর্তী জয়পুরহাট জেলার একটি ক্লিনিকে নরমাল ভাবে একসঙ্গে তিন নবজাতকের জন্ম হলে পরে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। প্রসূতি শিরিন সুলতানা উপজেলার পৌর এলাকার উত্তর চকযদু নামক এলাকার পল্লী চিকিৎসক মো. দুলাল হোসেনের স্ত্রী।

তাদের পারিবারিক ভাবে প্রায় ১দশক আগে বিবাহ হয়। এর আগে দুলাল হোসেন ও শিরিন সুলতানা দম্পত্তির ঘরে ৭ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে বলে পরিবার নিশ্চিত করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password